মোঃ এনামুল হক,লোহাগড়া(নড়াইল): নড়াইল জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ৬ই মে রবিবার গভীর রাত্রে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে এস আই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগড়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা-১/মোঃ রানা বিশ্বাস পিতাঃ কামাল বিশ্বাস সাং মাইট কুমড়া(আশ্রায়ন প্রকল্প)। ২/মোঃ জামাল বিশ্বাস পিতাঃ কাশেম বিশ্বাস সাং নিউ লোহাগড়া। ৩/জব্বার মোল্যা পিতাঃ ইসরাইল মোল্যা সাং নোয়াগ্রাম। তিন জন আসামীদের বাড়ী লোহাগড়া থানার অন্তর্গত। ৪/ শেখ ফরহাদ মোল্যা পিতাঃ মৃত নিজাম উদ্দিন সাং কামাল প্রতাপ নড়াইল সদর থানা।
আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সাধারন জনগন জানতে চায় প্রতিদিন মাদকদ্রব্য কারীকে গ্রেফতার করে তবে ওদের গডফাদার কে, এই পর্যন্ত জানতে পারলাম না।কেন ওদের রিমান্ড হয় না। নড়াইল জেলাতে মাদকদ্রব্য ও নেশাগ্রস্থ লোকের সংখ্যা বেশি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।