এক একটি দিন পার হচ্ছে আর অভযনগর বাসীর মাঝে করোনা ছড়িয়ে পড়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ।
দেখা দিয়েছে করোনার ভারতিয় ভ্যারিয়েন্ট। যার পাবলিক ট্রান্সমিশনও শুরু হয়েছে। ফলে করোনার এক ভয়াবহ সময় পার করছে অভয়নগরের মানুষ।
আর এর মাঝে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে নওয়াপাড়া পৌর এলাকায়। ইতিমধ্যে পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডকে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবশ্য ৩ নং ওয়ার্ডের করোনা পরিস্থিতিও খারাপের দিকে ধাবিত হচ্ছে।
আরব গ্রাম পর্যায়ে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভয়াবহতা সৃষ্টি হচ্ছে করোনার,
এরই মধ্যে ৪নং পায়রা ইউনিয়ন পরিষদে ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছে বেশকিছু মানুষ।
সর্বশেষ জেলা প্রশাসন থেকে গোটা পৌর এলাকায় কঠোর বিধি নিষেদ আরোপ করেছে। এর মাঝে গতকাল মঙ্গলবার এ উপজেলায় ২১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্তের খবর দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তারা জানায়, শনাক্ত ১৪ জনের মধ্যে ১১ জনই পৌর এলাকার। যার মধ্যে ৪ নং ওয়ার্ডে ৫ জন, ৫ নং ওয়ার্ডে ৪ জন ও ৩ নং ওয়ার্ডে ২ জন রয়েছে।
এ অবস্থায় সকলকে প্রশাসনের কঠোর বিধি নিষেধ মানার আহবান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহামুদুর রহমান রিজভী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।