আমিনুল ইসলাম,ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ জুন) মধুপুরের ভূটিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিস ওই মহিলা সমাবেশের আয়োজন করে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার সত্যেন্দ্র পাল।
মধুপুর উপজেলার অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুল রহিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আখতার হোসেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।