ডাক পিয়ন কামরুন্নাহার বর্ষা
আধুনিকতায় আজ কাল আর পিয়নের দেখা মিলে না, যেন সব ভালোবাসা আজ আধুনিক রূপে নিজেকে, সজ্জিত কোন সাজে সাজিয়ে নিল ।
তবুও মন্দ কোথায় ? যুগগুলো ও পাল্টে গেছে বহুকাল ঘেসে পাল্টে গেছে সমাজ সংসারের ধরন, এখন আর কারো কান্নায় ভিজে না চিঠির পাতা ।
স্বজনরা অপেক্ষায় বসে নেই কবে তার একটা চিঠি আসবে ,
কবে মানি অর্ডার আসলে দুঃখগুলো একটু একটু করে ঘুচে নিবে !
এখন আর পিয়নের আসার শব্দে সাইকেলের ক্রিং শব্দটি বেজে ওঠে না, পিয়নের ঘরটায় আজ শূন্যতা জমে গেছে
এখন আধুনিকতায় এক ফোঁটা জলে মায়া মমতার ঘোর কেটে যায় ।
আধুনিকতার যুগ বলে কথা , মায়া মমতা আর ভালোবাসাও এখন ক্ষনিকেই রূপ বদলায় , হোয়াটসঅ্যাপ আর টুইটারে ভালোবাসার বিনিময় ঘটে আজকাল আধুনিকতায় অপেক্ষার প্রশান্তি ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।