খুলনায় বিক্রেতাবিহীন সবজি ও নিত্যপণ্যের দোকান উদ্বোধন
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
কৃষি বিপণন অধিদপ্তরের খুলনা কার্যালয়ের তত্ত্বাবধানে খুলনা নগরীর নিরালা-আলকাতরা মোড় এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হলো বিক্রেতাবিহীন সবজি ও নিত্যপণ্যের ভ্রাম্যমান দোকান। হাতের মুঠোয় কাঁচাবাজার শীর্ষক উদ্যোগের আওতায় ক্লোজ সার্কিট ক্যামেরা সংযুক্ত বিক্রেতাবিহীন এই দোকান হতে ক্রেতারা পণ্যের গায়ে লেখা মূল্য নির্ধারিত বাক্সে রেখে সবজি ও নিত্যপণ্য নিজেরাই বাছাই করে নিতে পারবেন।
আজ (বুধবার) বিকেলে এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান। এসময় জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।