বাঘারপাড়া (যশোর) থেকে আজম খানঃ  যশোরের বাঘারপাড়ায় হেফজ ও এতিম খানার ছাত্রদের মাঝে ছাতা ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ১৩টি মাদ্রাসার ছাত্র ও হুজুরদের মাঝে পাঁচ শতাধিক ছাতা ও টিফিন বক্স বিতরণ করা হয়।
বর্ষন মুখর দিনে উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী উপস্থিত থেকে ছাত্রদের হাতে এ উপকরণ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী,
বন্দবিলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, আ’লীগ নেতা আসাদুজ্জামান চিশতী, সাইফুজ্জামান চৌধুরি ভোলা, শেখ ইউনুস আলী, সুলতান আহমেদ প্রমুখ।