রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় বসির উদ্দিন তালুকদার নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর জোনে কনস্টেবল ছিলেন বসির উদ্দিন তালুকদার।
পুলিশ জানায়, ধানমন্ডি ৭ নম্বর রোডে ঢাকা ব্যাংকের সামনে মিরপুর রোডে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রাস্তায় পড়েছিলেন এই পুলিশ সদস্য। পাশেই পড়েছিল একটি বাইসাইকেল ও টেবিল ফ্যান। সে সময়ে বৃষ্টি হচ্ছিল। সংবাদ পেয়ে সেখান থেকে রাত আনুমানিক সাড়ে ১২টায় দিকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়ি ও তার চালককে আটকের চেষ্টা করছে।
বশির ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) পেট্রোলের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন। তিনি পটুয়াখালী জেলার দুমকি থানার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।