মোহাম্মদ ইউনুছ, পেকুয়া উপজেলা প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাঁটা আঞ্চলিক মহাসড়কে দুই বাসের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান ছাবের আহমদ নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন আরও ১০জন স্হায়ী সূত্রে জানা যায়।
রবিবার সকাল ৯টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাঁটা আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ছাবের আহমদ হলেন কুতুবদিয়া উপজেলার উত্তর বরকোপ লাল পাড়া এলাকার।
স্হানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন এবং কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ ছাবের আহমদকে মৃত্যু ঘোষণা করেন আর আহতরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন ও গুরুতর হওয়ায় ৩জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক কানন সরকার বলেন, নিহত বৃদ্ধ ছাবের আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে।আহতরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘাতক বাস দুইটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।