ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ১০০টি গৃহহীন পরিবার পেল তাদের স্বপ্নের ঠিকানা

 

“মুজিব শতবর্ষে থাকবে না কোনো গৃহহীন’’ এই শ্লোগান নিয়ে সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় রাজশাহীর বাঘায় ১০০টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেলো তাদের স্বপ্নের ঠিকানা (ঘর)।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলায় ২য় পর্যায়ে ১০০ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদানের শুভ উদ্বোধন ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশসক ড.কে এম কামরুজ্জামান সেলিম, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ভুমি কর্মকর্তা কামরুল হাসান সোহাগ,

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার, সহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহহুরা বেগম হুরা, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা সহ সকল ইউপি চেয়ারম্যান,সরকারি-বেসরকারি সকল কর্মকর্তা সহ স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ।

উল্লেখ্য যে, প্রথম ধাপে এই উপজেলায় ৬৫৩ টি গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে ১০০ টি পরিবার জমি ও গৃহ পেলেন।