শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে পাইকগাছা হাসপাতালে শনিবার রাত ৯ টারদিকে এক রোগীর মৃত্যু হয়েছে।
সে উপজেলার আলমতলা গ্রামের আব্দুল মাজেদ মোড়লের কন্যা কয়রা উপজেলার হরিয়ার নগর নিবাসী। করোনা রোগী রোজিনা বেগম পাইকগাছা উপজেলা স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে-ইন্নালিল্লাহী…রাজিউন । সে অসুস্থ্য অবস্থায় লস্কর ইউনিয়নের মাঠাম গ্রামে চিকিৎসাধীন ছিল। পরবর্তীতে অবস্থার অবনতি হলে গত দুইদিন আগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
রোজিনা বেগম এর মৃত্যু সংবাদ শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কে এম আরিফুজ্জামান (তুহিন)। তিনি উপজেলা নির্বাহী অফিসার জনাব এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী মহোদয় এর সাথে কথা বলে লাশ দাফনের ব্যবস্থা করেছেন রাতেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।