করোনার কারণে ভারত থেকে সরে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আগামী ১৭ই অক্টোবর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

আইপিএলের ফাইনালের পরদিনই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। প্রথম রাউন্ডে ১২টি ম্যাচ হবে ৮টি দলের মধ্যে। এই রাউন্ড থেকে মোট চারটি দল সুপার টুয়েলভে যোগ দেবে আইসিসি র‌্যাংকিংয়ে প্রথম আট দলের সাথে।

সুপার টুয়েলভ এ হবে ৩০টি ম্যাচ। ফাইনাল হবে ১৪ই নভেম্বর।

এরআগে, আইসিসি-২০২০ সালের বিশ্বকাপ স্থগিত করা হয়। সেটা অস্ট্রেলিয়ায় আয়োজন করার কথা ছিল। এ বছর ভারতে বিশ্বকাপ আয়োজন করার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবণতির কারণে সেখান থেকেও সরিয়ে নেয়া হল এবারের আসর।