বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে কথা বলায় এক ছাত্রদল নেতার তোপের মুখে পড়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি : করোনাকালীন শিক্ষা ব্যবস্থা ২০২১-২০২২’ শীর্ষক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এসময় দর্শক সারিতে থাকা ওই ছাত্রদল নেতা আচমকা উঠে দাঁড়িয়ে প্রকাশ্যে হুমকি দেন ডা. জাফরুল্লাহকে। বলেন, তারেক রহমানকে নিয়ে কথা বলার কারণে কিছু হলে তার জন্য তারা দায়ী থাকবেন না। আমাদের নেতাকে (তারেক রহমান) নিয়ে উল্টা-পাল্টা কথা বলবেন না। কখনোই কথা বলবেন না।
জানা গেছে, ডা. জাফরুল্লাহকে প্রকাশ্যে হুমকি দেওয়া ছাত্রদল নেতার নাম ওমর ফারুক কাউসার। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। ডা. জাফরুল্লাহ এসময় তার উদ্দেশে বলেন, না না আপনার নেতা সম্পর্কে বলছি না। আমার কথা শেষ হোক, বুঝেন, এরপর কথা বলেন। আপনাদের ভালোর জন্যই বলছি। আপনারা নিজেদের ভালো বোঝেন না।
এসময় ওমর ফারুক কাউসার বলেন, আমরা সব বুঝি, আমরা অবশ্যই বুঝি। আমাদের নেতাকে নিয়ে কথা বলবেন না। আপনাকে নিয়ে কথা বলুন। পরবর্তী সময়ে আপনার কিছু হলে আমরা দায়ী না।
তখন জাফরুল্লাহ বলেন, ‘আপনারা কেন দায়ী হবেন?’ এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অধ্যাপক এম আব্দুল আজিজ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি ইলিয়াছ খান, কাদের গণি চৌধুরী প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।