ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (২৮ জুন) রাতে মেরিল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক ইকবাল আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সাংবাদিক ইকবাল ১৯৮৩ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান ছিলেন।
তাঁর বড় ভাই ইশতিয়াক আহমেদ ১৯৫৮ সালে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ প্রতিষ্ঠা করেন। ছাত্রাবস্থায় মাত্র ২০ বছর বয়সে শুরু থেকেই বাংলা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন ইকবাল আহমেদ। পুরান ঢাকার ইসলামপুরের এক অভিজাত পরিবারে জন্ম ইকবাল আহমেদের। তিনি পড়াশুনা করেছেন কলেজিয়েট হাই স্কুল ও জগন্নাথ কলেজে। বিএ পাশ করার পর উচ্চতর পড়াশুনা করতে যুক্তরাষ্ট্রে যান ইকবাল আহমেদ। ১৯৫৯ সাল থেকেই তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে কাজ শুরু করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।