মোঃ জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে বুকফাটা আহাজারি করা দিনাজপুরের খানসামা উপজেলার সেই দেলোয়ার হোসেনের জন্য নতুন একটি ভ্যান কিনে দিয়েছেন ইউএনও খানসামা আহমেদ মাহবুব-উল-ইসলাম।গতকাল সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেলোয়ার হোসেনকে ভ্যান প্রদান করেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। দেলোয়ার ইসলাম উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। সম্প্রতি তাঁর ভ্যানটি চুরি হয়ে যায়। ভ্যান পেয়ে দেলোয়ার ইসলাম (৪০) খুশি হয়ে বলেন, ভ্যানটি আমার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল। মাস খানেক আগে সেটি হারিয়ে যায় পরে ইউএনও স্যারের সাথে দেখা হলে তিনি আশ্বাস দেন। আজ সেটি হাতে পেলাম এখন আমি অনেক খুশি। ইউএনও স্যারকে অনেক ধন্যবাদ।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, রোজগারের একমাত্র অবলম্বন হারানো দেলোয়ার হোসেনের নতুনভাবে সংগ্রাম শুরুর পথে একটু সাহস যোগানোর চেষ্টা করেছি।