• লোহাগড়ার রামপুর দরগার সামনে মটর সাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে গুরুতর আহত বাইসাইকেল আরোহী।

 

  • স্টাফ রিপোর্টার মনির খান লোহাগড়া, নড়াইল।

নড়াইল থেকে আগত মটর সাইকেল টি রামপুর দরগার সামনে এলে বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। বাইসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
○মটর সাইকেল আরোহী দুই জনের কোন সমস্যা হয় নাই। মটর সাইকেল চালক ছিল মোঃ সোনাই শেখ পিতা: শেখ সাইদুর রহমান, গ্রাম: মহিষা পাড়া, লোহাগড়া, নড়াইল। সাথে ছিল মোঃ আজগর আলী (ষ্টাটার) সি এন্ড বি চৌরাস্তা লোহাগড়া নড়াইল।
○বাইসাইকেল এক্সসিডেন্টে হাসপাতালে চিকিৎসাধীন যিনি: মোঃ সজিব পিতা:মো: নান্নু গ্রাম: নাওরা, লোহাগড়া, নড়াইল। ঘটনা না টি ঘটে অদ্য ২৫ নভেম্বর ২০২০ সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে। মটর সাইকেল টি জব্দ করেছে লোহাগড়া থানা পুলিশ।