নাসিম আক্তার, বেনাপোল প্রতিনিধি: যশোরের সীমান্ত এলাকা শার্শা থানাধীন নারিকেল বাড়িয়া গ্রামস্থ মোঃ সফি ( পিতা)-মোহাম্মাদ আলীর রাইস মিলের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১) মোঃ ইমামুল হোসেন (১৯) কে আটক করে শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ)/ সামনুর মোল্লা সোহান ভারপ্রাপ্ত ইনচার্জ।
আসামী ইমামুল হোসেন (১৯) ২৪/০৭/২০২১ তারিখ ২০.৪৫ ঘটিকার সময় ১০ পিচ ইয়াবা টেবলেট সহ আটক করে। পিতা-মোঃ শামসুর রহমান, সাং-নারিকেলবাড়িয়া, থানা- শার্শা, জেলা-যশোর।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও মোঃ বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যহতি থাকবে।
উক্ত বিষয়ে শার্শা থানায় ০১ টি মাদক মামলা রুজু হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।