‘ও’মা
উম্মে হাবিবা আক্তার মিম
মা -ও মা
মা দশমাস দশদিন
রেখেছো গর্ভে ,
কত শত যন্ত্রণা সহ্য করে,
দিয়েছে লাথি ,করেছো বমি
পাওনি দুবেলা
ঠিক মত খেতে,,
মা ও মা
শুনেছি প্রসবের যন্ত্রনা নাকি
মৃত্যুর সমান হয়
সেই মৃত্যু কে উপেক্ষা করে
আমায় নিয়েছো বুকে টেনে।।
মা ও মা
অসুস্থ হলে কেঁদে ভাসিয়ে
রাত জেগে করেছো আমার সেবা,
মা ও মা
তোমার মতো দরদী এ
জগতে আর আছে কে বা,
মা ও মা
ছোট থেকে বলা হয়নি একটা কথা,
ভালো বাসি তোমায় মা ,
ও মা ভালো বাসি
তোমায় মা।।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।