নাটোর প্রতিনিধিঃ
করোনাভাইরাসের কারণে সারা দেশের মানুষ যখন ঘরে অবস্থান করছে ঠিক সেই সময়
অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের বার বার
নির্বাচিত চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
শনিবার (৩১জুলাই) রাত সাড়ে ৮টায় বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউপির
কায়েমকোলা গ্রামে ও বনপাড়া পৌরসভায় সুবিধা বঞ্চিত ড্রাইভার ও অসহায়
শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বাংলাদেশ বুলেটিন কে বলেন, আমার
উপজেলায় মানুষ কেউ যেন না খেয়ে থাকে সেজন্য দিনরাত মানুষের খোঁজ খবর
নিচ্ছি। ইতিমধ্যে নগর, জোনাইল,বড়াইগ্রাম ও জোয়াড়ী ইউনিয়নে সুবিধা বঞ্চিত
প্রায় এক হাজার অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং এই
কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, এই উপজেলায় সুবিধা বঞ্চিত পরিবারের যারা রয়েছেন তারা আমার
নাম্বারে (০১৭১১-৩১৪৭৭৩) ফোন দিলেই আমি নিজে গিয়ে তাদের বাড়িতে খাবার
সামগ্রী দিয়ে আসবো। যাতে করে তাদের কোনো সমস্যা না হয়। তবুও আপনারা ঘরে
থাকুন।
তিনি আরোও বলেন, ‘ত্রাণ বিতরণকালে দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে কথা
বলেছি। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন। সামান্য সাহায্য পেয়েও তারা
খুশি হয়েছেন।’
এদিকে সুশীল সমাজ বলছেন, এটা নিখাদ অসহায়দের প্রতি তার ভালোবাসার
বহিঃপ্রকাশ। তাই কেউ কেউ উপজেলা চেয়ারম্যান কে মানবতার ফেরিওয়ালা বলেও
আখ্যায়িত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।