বিরামপুরে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নয়ন হাসান
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালনের লক্ষে দিনাজপুরের বিরামপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মেয়র আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহেদুন নবী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নারু গোপাল কুন্ডু,যুগ্ন-সাধারন সম্পাদক গোলজার হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার,দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান।
এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন স্কুলের প্রধানগণ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।