বগুড়ায় ‘বঙ্গবন্ধু মাচাং’ উদ্বোধন করায় দায়ে এক যুবলীগ নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত যুবলীগ নেতা আনিছুর রহমান খলিল বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আনিছার রহমান খলিলকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন।

জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় যুবলীগ নেতা আনিছার রহমান খলিলকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।

জানা গেছে, যুবলীগ নেতা খলিল আসন্ন ইউপি নির্বাচনে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে সদস্য পদে নির্বাচনে অংশ নেবেন।

এ জন্য তিনি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গ্রামের লোকজন নিয়ে আড্ডা দেয়ার জন্য তিনি আশোকোলা দক্ষিণপাড়ায় রাস্তার মোড়ে বাঁশের মাচাং তৈরি করেন। আর সেই মাচাং-এর নাম দেন বঙ্গবন্ধু মাচাং।

গোকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু মাচাং-এর উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু মাচাং উদ্বোধনের পর ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক সমালচনার সৃষ্টি হয়ায় তাকে বহিস্কার করা হয়।