বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হেরেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার টাইগারদের বোলিং তোপে ২৩ রানে পরাজিত হয় অজিরা। বাংলাদেশের কাছে অজিদের হারের সংবাদ স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতেও।

অলিম্পিক নিয়ে মাতামাতির মাঝেও অজিদের হারের নিউজ বেশ গুরুত্ব দিয়েই চেপেছে অজি গণমাধ্যম। অস্ট্রেলিয়ার এক নম্বর পত্রিকা ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ লিখেছে, সর্বশেষ ৭ টি-টোয়েন্টির ৬ তেই হারল অস্ট্রেলিয়া। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের দ্বারা বিধ্বস্ত হলো তারা। ক্রিকেটডটকমডটএইউ বলেছে, মার্শ দাঁড়ালেও ঢাকায় কাঁটা পড়ল অস্ট্রেলিয়া। স্পিন-বোমায় সিরিজের প্রথম ম্যাচে পুড়ল অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে টাইগারদের কাছে প্রথমবারের মতো হারল অজিরা। ‘দ্য অস্ট্রেলিয়ান’ তাদের প্রতিবেদনে বলেছে, লজ্জার নিম্নস্তরে নিমজ্জিত হলো অস্ট্রেলিয়া।

প্রতিবেদনে আরো বলা হয়, ব্যাকআপ খেলোয়াড়েরা ব্যর্থ হওয়ায় বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে হারল অস্ট্রেলিয়া। বাংলাদেশের জয়ে আইসিসিও তাদের বক্তব্য দিয়েছে। তারা বলেছে, নাসুম আহমেদ ক্যারিয়ার-সেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে টাইগাররা।