অলোক মজুমদার চিতলমারী প্রতিনিধি: নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) অদৃশ্য শত্রুর মোকাবেলায় সরকার বদ্ধপরিকর।যে কোন মূল্যে এই ভাইরাস মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের জনগনকে বিনামূল্যে প্রদান করছে কোভিড-১৯এর টিকা। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন,উপজেলা স্বাস্থ্য বিভাগ,পুলিশ প্রশাসন নিরলস ভাবে মাঠে কাজ করে যাচ্ছেন।
মোবাইল কোর্টর মাধ্যমে জেল জরিমানা করা হচেছ প্রতিদিন।প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ ১৮উর্দ্ধ সকলকে টিকাকরনের আওতায় আনতে হবে। চলতি মাসের ১১তারিখের মধ্যে সারা দেশের ইউনিয়ন পর্যায়ে ১নং ওয়ার্ডের জনগনকে টিকা দেবে সরকার। পর্যায়ক্রমে বাকি জনগনও টিকা করনের আওতায় আসবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান। তিনি আরো বলেন,আমাদের টিকা নিজ উদ্দোগে নিতে হলে অনেকের টিকা ক্রয় করে নেবার সক্ষমতা ছিলো না বা নেই।দুই ডোজ টিকার দাম ১৩২২৫টাকার মতো যা বর্তমান সফল প্রধানমন্ত্রীবঙ্গবন্ধুর কন্যা আপনাদের ফ্রিতে দিচ্ছেন।এই সভায় উপস্থিত সকলে প্রত্যেকে খবর দিয়ে টিকা নেবার জন্য উদ্ভুদ্ধ করবেন।
অনলাইন পত্রিকাকলম কথার জেলা প্রতিনিধি অলোক কুমার মজুমদারের এক প্রশ্নের উত্তরে বলেন,চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আজ পর্যন্ত প্রায় ৮০০০উপরে জনগন টিকা নিয়েছে এবং রেজিস্ট্রেশন করা আছে ১৮০০০হাজারের মতো। স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা পর্যাপ্ত পরিমান আছে কি নেই এমন প্রশ্নের জবাবে ডাঃমামুন হাসান বলেন, সরকারের কাছে পর্যাপ্ত টিকার মজুদ আছে। জেলা পর্যায়ে টিকা শনিবারের পূর্বেই পৌঁছে যাবে।আমরা আমাদের ভাগের টিকা পেয়ে যাবো।
থানা নির্বাহী কর্মকর্তা জনাব লিটন আলী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে টিকা কিনে নিতে ৮০০০টাকার উপরে লাগে যেখানে আমদের ফ্রিতে দিচ্ছে সরকার।আসুন আমরা সকলে টিকা গ্রহন করি। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু পীযুষ কান্তি রায় বলেন, জনাব লিটন আলী ও মামুন হাসান দুইজনই করোনা যোদ্ধা।আমরা সকলে টিকা নিয়ে নিজের নিরাপত্তা নিজেরাই করি। সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু আশোক কুমার মন্ডল বলেন,সরকারের এই মহৎ উদ্দ্যেগে আমার বিদ্যালয় থেকে আমরা বিনা মূল্যে নিবন্ধন করে দিবো।
সভায় উপস্থিত ছিলেন সন্তেষপুর ইউনিয়ন চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি,সন্তোষপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু হরেন্দ্রনাথ শিকদার,১নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য নির্মল মন্ডল সাধু,২নং ওয়ার্ড ইউপি সদস্যকাজী মাহাতাব হোসেন চান্নু,আওয়ামীলীগেরসভাপতি কাজী লুৎফুল হায়দার ফুল,সাধারন সম্পাদক কাউছার গাজী ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন মাঝি,সাধারন সম্পাদক নির্মল কান্তি,সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বাবু মেঘনাদ মজুমদার,সহ প্রধান শিক্ষক সুশান্ত কুমার হালদার,শিক্ষক অভিজিৎ কুমার মন্ডল,স্বপন কুমার পোদ্দার,আওয়ামীলীগ নেতা বাবু গোলদার, সন্তোষপুর দূর্গামন্দিরের উপদেষ্টা অবঃশিক্ষক বাবু প্রফুল্ল বালা,আনসার সদস্য বৃন্দ,চৌকিদার ইস্রাফিল শেখ সহ বিদ্যালয়ের সকলশিক্ষকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।