মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পৌরসভাসহ ইউনিয়ন পর্যায় কোভিট-১৯ এর টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা নিবাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান।
আলোচনায় আগামী ৭ আগস্ট পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের সকল ওয়ার্ডে ন্যাশনাল আইডি কার্ডধারী ব্যাক্তিদের সামাজিক দুরত্ব বজায় রেখে টিকার আওয়াত আনার বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা সকল কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।