- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২১। ৩০ নভেম্বর সোমবার সকাল ১১ টায় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালীণ সময়ে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক হীরামনি শাহীতাজ, সাংগঠনিক সম্পাদক শেখ ওমর ফারুক, ট্রেজারার শাহ্্ মোঃ শহীদুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শিহাব উদ্দীন, দপ্তর ও প্রচার সম্পাদক মনোজ কুমার মজুমদার, সদস্য মোঃ মাহবুবুর রহমান, মোঃ আসাদুজ্জামান ও মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া দুপুর ১২ টায় অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২১ বিশ^বিদ্যালয় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ২৯ নভেম্বর রবিবার অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।