নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃবগুড়ার নন্দীগ্রামে মাদক ব্যবসায়ীসহ ৪ জন কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। থানাসূত্রে জানাযায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের দিক-নির্দেশনায় এসআই রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্স শুক্রবার (৬ই আগস্ট) দুপুর দেড় টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের তেঘরী গ্রামে অভিযান চালিয়ে মোঃ ইদ্রিস আলী (৪২) কে ৫০গ্রাম গাজা সহ গ্রেফতার করে। সে তেঘরী গ্রামের মৃত উজির উদ্দিন প্রামানিকের ছেলে।
গ্রেফতারকৃত ইদ্রিস আলীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে, এসআই এটিএম রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও মাতলামি করা অবস্থায় ৩ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, রনবাঘা গ্রামের মৃত গনেশ চৌধুরির ছেলে শ্রী রাজিব চৌধুরী (৩৩), শ্রী মহাদেভ চন্দ্র কর্মকারের ছেলে শ্রী গোপাল কুমার কর্মকার (৩২) এবং নাটোর জেলাধীন সিংড়া উপজেলার বিবি আধখোলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ মামুনুর রশিদ (৩৫)। উভয় ঘটনায় পৃথক মামলা হয়েছে।
শনিবার (৭ই আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।