ইসলামে প্রথম মসজিদ মসজিদে কুবার সাবেক ইমাম শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল্লাহ জুরবান আল গান্মিদি ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার (৭ আগস্ট) মসজিদে নববিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাঁকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। শায়খ মুহাম্মদ বিখ্যাত কুবা মসজিদে ইমাম ও দায়ি হিসেবে অনেক বছর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনেক দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেন। মসজিদে কুবার বর্তমান ইমাম অধ্যাপক ড. সুলাইমান বিন সলিমুল্লাহ আল রাহিলি এক টুইট বার্তায় বলেন, আমার প্রিয় গুরু ও শিক্ষক শায়খ মুহাম্মদ বিন জুরবান আল গামিদি মারা গিয়েছেন। তিনি উচ্চমাধ্যমিক স্তরে আমাদের প্রিয় শিক্ষক ছিলেন।’ শায়খ মুহাম্মদ সবার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। খুবই বিচক্ষণ ও গভীর জ্ঞানের অধিকারী একজন ইসলামী ব্যক্তিত্ব ছিলেন তিনি। সামাজিক কাজে নেতৃত্বচর্চার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে আবেগপূর্ণ ভাষায় বক্তৃতা প্রদান করতেন।