রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলায় তজুমদ্দিনে ১৫ ই আগস্ট উপলক্ষে জাতীয় শোক দিবসের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯আগষ্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে তজুমদ্দিন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ১৫ই আগস্ট জাতীয় ৪৬ তম শোক দিবস উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তজুমদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার এর সভাপতিত্বে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি ও আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ভোলা ৩ আসনের  সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী তজুমদ্দিনে যথাযথ ভাবে পালন করতে হবে।

১৫ আগস্ট তজুমদ্দিন উপজেলা প্রত্যেক মসজিদে দোয়া ও মোনাজাত করে ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি দোয়া করা হবে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ফরিদ,এ কে এম সহিদুল্যা কিরন। এসময় উপস্থিত ছিলেন- তজুমদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।