রেকর্ড নিয়ে কথা উঠলে সাকিব সবসময়ই বলেন, তিনি রেকর্ড-টেকর্ড নিয়ে ভাবেন না। খবরও নাকি রাখেন না। তবে গতকাল অস্ট্রেলিয়ার রাখেন সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি জয়ের পর বোঝা গেল, সাকিব আসলে কিছুটা হলেও রেকর্ডের খোঁজ রাখেন। নাহলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপিকা আনজুম চোপড়া কেন বোকা বনে যাবেন? গতকাল ৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা এবং সিরিজ সেরা হয়েছেন সাকিব।
দুটি পুরস্কার নেওয়ার সময় আনজুম চোপড়া বলেছিলেন, টি-টোয়েন্টিতে ‘প্রথম বাংলাদেশি’ হিসেবে সাকিবের ১ হাজার রান ও ১০০ উইকেট হলো। তখন সাকিব পাল্টা জানতে চান, ‘বিশ্বে আর কেউ করেছে?’ বিব্রত আনজুম বলেন লাসিথ মালিঙ্গার নাম। কিন্তু মালিঙ্গা তো শুধু একশ উইকেটই পেয়েছে।
সাকিব তাই মজা করে পাল্টা জবাব দেন, ‘আমার মনে হয় না সে এক হাজার রান করেছে।’ এরপর ভুলটা বুঝতে পেরে আনজুম বললেন, ‘ভালোই রেকর্ডের খবর রাখো দেখি!’ সাকিব বললেন, ‘মাঝে মাঝে রাখি’। গতকালের ম্যাচটিতে সাকিব শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট পেয়েছেন। টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় সেরা বোলিং ফিগারও গড়েছেন। আর হাজার রান এবং একশ উইকেটে তিনিই প্রথম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।