ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।
এ নিয়ে এ পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৩ জনে। এ ছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় ১৩৬টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৭.২০ %। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮২৮০ জনে। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এ খবর নিশ্চিত করেছেন।
বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৬৪ জন। এরমধ্যে করোনা আক্রান্ত ৪৩ জন ও উপসর্গ নিয়ে ২১ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।