ভাড়াটে খুনি দিয়ে নিজের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের ভার্চুয়াল আদালত বাবুল আক্তারের জামিন আবেদনের শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন। বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট আজমুল হুদা জানান, কারাবন্দি বাবুল আক্তারের জামিন চেয়ে আবেদন করা হয়েছিলো।
শুনানির পর আদালত জামিন নামঞ্জুর করেছে। পরবর্তীতে উচ্চ আদালতে আবেদন জানানো হবে বলে জানান এই আইনজীবী। উল্লেখ্য, সন্তানকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রামের জিইসি মোড়ের ওআর নিজাম রোডের মুখে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। স্ত্রী হত্যার ১৫ দিনের মধ্যেই চাকরিচ্যুত হন বাবুল আক্তার।
প্রথমে স্ত্রী হত্যা মামলার বাদী বাবুল আক্তার থাকলেও পরে পিবিআই দীর্ঘ তদন্তের পর জানায় স্ত্রী হত্যার সঙ্গে বাবুল আক্তার নিজেই সম্পৃক্ত। চলতি বছরের ১২ মে বাবুল আক্তারকে ঢাকা থেকে ডেকে এনে গ্রেপ্তার করে পিবিআই। একই দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে নতুন করে হত্যা মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। এই মামলায় বাবুল আক্তার ১২ মে থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।