চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় করোনায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন মহানগর এলাকার ৫ জন এবং বিভিন্ন উপজেলার ৫ জন।
এ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছেন মহানগরের ৬৩১ জন, আর বাকি ৪৫১ জন বিভিন্ন উপজেলার। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৭৯ জনের। এ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯১ হাজার ৯০৭ জনে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয়ের করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবগুলোতে মোট ২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত ৮৭৯ জনের মধ্যে রয়েছেন চট্টগ্রাম নগরে ৬২৬ জন, বাকি ২৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।