সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, প্রতিবাদে রংপুরে মানববন্ধন
দেশে একাত্তরের আগে ফিরে গেছে। জনসমাজে হিন্দু বিদ্বেষী মনোভাব আগের থেকে অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা ও সব ধর্মের উপর সহনশীলতা নিয়ে স্বাধীন হয়েছিল। বাংলাদেশের যারা স্বাধীনতা চাননি তারা আজ স্বাধীন, আর যারা স্বাধীনতার জন্য বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে সেই সমস্ত হিন্দু সম্প্রদায় আজ যেন পরাধীন। এমনটাই মনে করছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতাকর্মীরা।
সম্প্রতি খুলনার রূপসা শিয়ালীগ্রাম সহ সারা দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ ১২/০৮/২০২১ ইং তারিখে সকাল ১১ টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট রংপুর জেলা শাখা এক প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। এ সময় হিন্দু মহাজোটের রংপুর জেলা শাখার নেতাকর্মীরা সম্প্রতি ঘটে যাওয়া রূপসার সাম্প্রদায়িক এবং দুর্বৃত্তদের হামলাকে একটি পরিকল্পিত হামলা বলে মনে করেন। এবং হিন্দু সম্প্রদায় আজ নিজের দেশে, নিজের জন্মভূমিতে মর্যাদার সাথে থাকতে পারছে না সব সময় ভয় উৎকন্ঠা নিয়েই তাদের থাকতে হচ্ছে এমনটাও মনে করেন তারা।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা এবং বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ সরকার রিপন আহ্বায়ক বাংলাদেশ হিন্দু যুব মহাজোট রংপুর জেলা শাখা, সৌরভ গাঙ্গুঁলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব আকাশ চন্দ্র রায় এবং বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজেটের রংপুর জেলা শাখার আহ্বায়ক পলাশ চন্দ্র রায় প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।