এস এ মিশন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ছাত্রলীগ গাইবান্ধা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম লিখন এবং ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুক্তিযুদ্ধ মঞ্চ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানব বন্ধন পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের গাইবান্ধা জেলা শাখার সভাপতি নিজাম খান আরমান সহ সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে আসা নেতাকর্মীরা।
মানববন্ধনে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।