স্বামী আনাস সাঈদের সঙ্গে মালদ্বীপে বেড়াতে গেছেন সানা খান। বেড়াতে যাওয়ার একাধিক ভিডিও এবং ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন সানা। মালদ্বীপে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত যাত্রার ভিডিও শেয়ার করেন সাবেক এ অভিনেত্রী। ভিডিও শেয়ার করে সানাকে বলতে শোনা যায়, অবশেষে তারা ঘোরার সুযোগ পেয়েছেন।
বিমানবন্দরে সব সাবধানতা অবলম্বন করেছেন তারা। সব ঠিকঠাক রয়েছে। ভিডিওতে সানাকে হিজাব পরে দেখা গেছে। অন্যদিকে আনাস ছিলেন সাদা কুর্তা-পাজামা ব্লেজারে পরা। এমনকি সানার ছবি তুলতে তুলতে হাঁপিয়ে উঠেছেন সাঈদ, সে কথা নিজেই ফাঁস করেছেন সাবেক এ অভিনেত্রী। মালদ্বীপ পৌঁছে স্বামী আনাসের সঙ্গে দারুণ সময় কাটছে সানার। সাবেক এ অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ওয়ালজুড়ে রয়েছে তার একাধিক উদাহরণ।
গত বছর অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বিনোদন জগত থেকে সরিয়ে নিচ্ছেন নিজেকে। কারণ তিনি ইসলামের কাছে সমর্পণ করতে চান নিজেকে৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।