পরীমনিকে নিয়ে হিরো আলমের নতুন গান ‘রাতের রাণী’ ঘটনাটি খুব বেশিদিন আগের নয়। মাস দুয়েক আগের কথা। চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার সুষ্ঠু বিচারের দাবিতে গানে গানে প্রতিবাদ জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারকা তকমা পাওয়া অভিনেতা হিরো আলম।
বাংলা ও ইংরেজি ভাষার ‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’ শিরোনামের গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে তা ভাইরাল হয়ে যায়। তখন পরী ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। আসামিদের কারাভোগও করতে হয়েছে। এখন তারা জামিনে বাইরে আছেন। কিন্তু ভাগ্যের ফেরে পরী নিজেই আজ কারাগারে বন্দী। মাদক মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পরী ছাড়াও কথিত মডেল পিয়াসা, মৌ, প্রযোজক নজরুল রাজসহ আরও কয়েকজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শোবিজ অঙ্গনে মডেল হিসেবে সফলতা না পেলেও বিলাসী জীবনযাপন করতেন পিয়াসা-মৌ। মডেল পরিচয়ের অন্তরালে মদ, ইয়াবাসহ নানান নেশাদ্রব্যের পসরা সাজিয়ে পার্টি করতেন। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও ধনী পরিবারের সন্তানদের ফ্ল্যাটে ডেকে তাদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতেন। সেসব দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করে দিনের পর দিন ব্ল্যাকমেইল করতেন।
বিভিন্ন সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি আলোচিত হয়েছে। এবার তাদের কীর্তি বন্দনা করে নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন শোবিজের আলোচিত মুখ হিরো আলম। ‘পিয়াসা তুই রাতের রানী জেনে গেছে সবাই/নেশায় পড়ে টাকার লোভে করছিস তুই ছলনাই/তুইতো সারাজীবন করলি ভণ্ডামি, প্রতারণা/আছে আরও পরীমনি আজ সবার জানা…পিয়াসা আর মৌয়েরা সমাজে আজ ধরা/তাইতো তাদের প্রশাসন পরালো হাতকড়া/ধনীর দুলালদের সাথে করলি প্রতারণা/তুইতো সারাজীবন করলি ভণ্ডামি, প্রতারণা/আছে আরও পরীমনি আজ সবার জানা…’ এমনই কথায় ‘রাতের রাণী’ শিরোনামের গানটি গেয়েছেন হিরো আলম। শুক্রবার (১৩ আগস্ট) হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও গানটি শেয়ার করেছেন তিনি। গানটি প্রকাশের পর থেকে ভালোই সাড়া পাচ্ছেন হিরো আলম। ইউটিউবে হিরো আলমের গানের কমেন্ট বক্সে মিলন হোসেইন নামে একজন লিখেছেন- পরীমণি রাতের রাণী, হিরো আলম গানের খনি। প্রসঙ্গত, আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী।
নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেননি। অংশ নিয়েছিলেন নির্বাচনেও। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টক শোতে কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন। সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি থেমে নেই তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।