শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেছেন, স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
সোমবার (১৬ আগস্ট) সকালে পাইকগাছা পৌর সদরের শিববাটিস্থ নিজ বাস ভবন থেকে তিনি নিজ অর্থায়নে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের তিন হাজার চারা বিতাণ করেন।
এসময় তিনি উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে ৫৫০ টি ও ছাত্রলীগকে ৫০০ টিসহ সকল অংগ ও সহযোগি সংঠনের নেতাদের কাছে বাকী চারা বিতারণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী , পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, এমএম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম, দেবব্রত, ছাত্রলীগ নেতা রায়হান পাভেজ রনি প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।