চুয়াডাঙ্গা পৌর এলাকার পোস্টঅফিস পাড়ায় দুর্বৃত্তের ক্ষুরের আঘাতে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল রানা ডালিম রক্তাক্ত জখম হয়েছেন। এরপর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগেও তার ওপর ফের হামলা চালানো হয়েছে। সোমবার (১৬ আগস্ট) রাতে ওই সংবাদকর্মীর ওপর দুই দফা হামলার ঘটনা ঘটে। আহত সোহেল রানা ডালিম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার বাসিন্দা। এঘটনায় পুলিশ সংশ্লিষ্ট এলাকা থেকে রাজু আহম্মেদ নামে এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সোহেল রানা ডালিম ব্যাক্তিগত কাজে পোস্টঅফিস পাড়ায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন।
মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ডালিমকে ক্ষুর দিয়ে পিঠে আঘাত করা হয়। পরে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসলে জরুরি বিভাগে আবার ক্ষুর দিয়ে এলোপাতাড়ি আঘাতে রক্তাক্ত জখম করা হয়। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। আহত ডালিমের পিঠে, কোমরেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।