অনেকেই মনে করেন পর্নো দেখেন শুধুমাত্র ছেলেরা। এই ধারণা একেবারেই ভুল। মেয়েরাও পর্নো দেখতে বেশ পছন্দ করেন। পর্নোহাবের মোট দর্শকদের মধ্যে ২৪ শতাংশই নারী যা সংখ্যার বিবেচনায় প্রতিদিন ৬০ মিলিয়ন।

পর্নোহাবের ওয়েবসাইটে ভ্রমণকারী এসব নারীরা ঠিক কোন ধরণের পর্নো বেশি পছন্দ করেন সে বিষয়টি সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে পর্নোহাব।

নারীদের প্রথম পছন্দের পর্নো ক্যাটাগরিতে উঠে এসেছে লেসবিয়ান পর্নো। তবে পছন্দের এ ক্যাটাগরি দেশভেদে ভিন্ন। যেমন জার্মানীর নারীদের মধ্যে পছন্দের পর্নো ক্যাটাগরি হচ্ছে ‘টিন’ এবং চেক রিপাবলিকের নারীদের কাছে ‘ফিমেল ফ্রেন্ডলি’।

পূর্ব এশিয়ার নারীদের মধ্যে পছন্দের ক্যাটাগরি ‘হেনতাই’ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নারীদের মধ্যে পছন্দের পর্ন ক্যাটাগরি ‘টিন’।

যেসব দেশের নারীরা পর্নোহাবে সবচেয়ে বেশি পর্নো দেখেন তার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটির নারীরা প্রতিবার ওয়েবসাইটিতে ভিজিটের সময় গড়ে ১০ মিনিট ৪৩ সেকেন্ড অবস্থান করেন যা সারা বিশ্বের মোট গড়ের তুলনায় ১০ সেকেন্ড বেশি। প্রতিবেদনের সূত্র।