মোঃ এনামুল হক ,লোহাগড়া স্টাফ রিপোর্টার:আজ ১৯ ই আগষ্ট সকাল ৯ ঘটিকার সময় সাতক্ষীরা মাদক ব্যবসায়ী ২০ বোতল ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার করেছে নড়াইলের ডিবি পুলিশ।
নড়াইল ডিবি পুলিশের নিকট গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদক ফেনসিডিল নিয়ে নড়াইল জেলা হয়ে ঢাকা যাবে এমন সময় গোপন সংবাদে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টীম এস আই(নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় ফোর্স এএসআই(নিঃ)আলী হোসেন, এএস আই(নিঃ)মোঃ আলম হোসেন,কনষ্টবল মোঃমিন্টু নন্দী, কনষ্টবল সরোয়ার, কনষ্টবল মোঃশিবলী মাহমুদ,কনষ্টবল মোঃশরিফ ও কনষ্টবল সুব্রত বিশ্বাস সহ নড়াইল হাতির বাগান বাসস্ট্যান্ডে ওতপেতে বসে থাকে সকাল ৯ টার সময় যশোর কালনা গামী বাস এসে নড়াইল হাতির বাগান বাসষ্ট্যান্ডে থামলে মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ হোসেন(৩০)পিতা,ইয়াকুব আলী গ্রাম-পাথরঘাটা,থানা ও জেলা সাতক্ষীরা।
বাস থেকে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হলে তার ঘাড়ে থাকা ব্যাগ তল্লাশি করিয়া ব্যাগের ভিতরে অভিনব কায়দায় কাপড় ও কাগজ দিয়ে লুকানো ২০ বোতল ফেনসিডিল রক্ষিত অবস্থায় আছে তাৎক্ষণিক জনগনের সামনে ওই ব্যাগের ভিতর থাকা ফেনসিডিল উপস্থিত সকলকে দেখিয়ে উদ্ধারপূ্র্বক আসামীকে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু চলমান রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।