গাজীপুর বৃহস্পতিবার (১৯ আগস্ট ২০২১) খ্রি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচিতি ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা গাজীপুর হোতাপাড়া শ্যামলী রিসোর্টে সকাল ১১ টায় কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভার প্রথম অধিবেশনে বিএমএসএফ এর সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান রিমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মিজান উর রশিদ মিজান বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গাজীপুর জেলা কমিটির আহবায়ক ড. এ.কে.এম রিপন আনসারী, বিএমএসএফ ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি সিবলী সাদিক খান, গাজীপুর জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, শ্রীপুর উপজেলা বিএমএসএফ এর সভাপতি মোঃ নাজিম উদ্দীন ও বিএমএসএফ এর সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা মিতু, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও গাজীপুর জেলা কমিটির সদস্য সচিব হামিদ খান, বিএমএসএফ নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল খান, শ্রীপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক মোঃ মোশাররফ হোসাইন, শ্রীপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আহাদ, জি নিউজের সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় সাংবাদিকদের প্রশিক্ষিত করে গড়ে তোলা এবং সারা দেশে সদস্য সংগ্রহ অভিযান ও সাংবাদিকদের মর্যাদা অধিকার আদায়ে ১৪ দফার বাস্তবায়নে আন্দোলন বেগমান করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।