টি-টোয়েন্টি ফরম্যাট থেকে দূরে আছেন তামিম ইকবাল। চোটের কারণে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সিরিজেও ওয়ানডে অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ। তবে শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ক্রিকেট থাকবেন দেশসেরা এই ওপেনার। ফিট থাকলে ম্যাচও খেলতে পারবেন।

আকরাম খান বলেন, ‘তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। যখন ফিট থাকবে, ও তো খেলবেই। তামিম দলের সঙ্গে থাকবে। ওর সমস্যা চোট। এটা নিয়ে ফিজিও-ট্রেনারের সঙ্গে যোগাযোগ রাখছেন নির্বাচকরা।’ তিনি আরো বলেন, ‘আশা করি ও ফিট হয়ে যাবে।’ উল্লেখ্য যে, চলতি বছরের ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। আর পুনর্বাসন শেষে এ মাসের ২৯ তারিখ ব্যাটিং অনুশীলনের সূচি রয়েছে তামিমের।