মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং গায়বানা জানাজায় ও গুলিবর্ষণের প্রতিবাদে আলোচনা সভা করেছে জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ। ২২ আগষ্ট (রবিবার) মেলান্দহ মির্জা আজম অডিটারিয়ামে উপজেলা শ্রমিক লীগ এর আয়াজনে, শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব কিসমত পাশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন – জেলা আ’লীগর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মদ চোধুরী।
জেলা আ’লীগের সহসভাপতি-মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাবেক মেয়র হাজী দিদার পাশা , সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আ: আউয়াল চিশতী, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ. জিনাহ, পৌর আ’লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়ল, ২২ আগস্ট গুলিবিদ্ধ তৎকালীন মেলান্দহ ছাত্র লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হাসান সরকার ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মোল্লা প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।