বিনোদন প্রতিবেদক: ক্যারিয়ারের শুরু থেকেই সজলের সঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয় করেছেন সারিকা। কুরবানির ঈদপরবর্তী এ দুই শিল্পী আবারও জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করছেন। নাম ‘চোখের পানি’।
পারমা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ নাটকটির কাহিনি লিখেছেন ও প্রযোজনা করছেন লায়ন সুফিয়া পশারী পারুল। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এসএম কামরুজ্জামান সাগর ও পাপ্পু রাজ। পরিচালনা করছেন সৈয়দ সাঈদ হোসেন বাবুল। আজ থেকে রাজধানীর উত্তরায় আনন্দবাড়ি নামে একটি শুটিংবাড়িতে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নিয়েছেন সজল ও সারিকা। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, ‘ত্রিভুজ প্রেমের গল্প দিয়ে সাজানো হয়েছে পুরো চিত্রনাট্য। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘দারুণ গল্প। সারিকার সঙ্গে অভিনয়ের রসায়ন সব সময় ভালো এবং উপভোগ্য। আশা করছি বরাবরের মতো এ নাটকটিও দর্শকদের ভালো লাগবে।
সারিকা বলেন, ‘সজল ভাইয়ের সঙ্গে কাজ করা মানেই দারুণ কিছু। আর বাবুল ভাইয়ের ইউনিট মানেই একটি পরিবার। সব মিলিয়ে আবারও দারুণ কিছু হতে যাচ্ছে।’ নাটকে আরও অভিনয় করছেন মিলি বাশার, সামিয়া নাহি, জিদান সরকার, ডেইজি পারভীন, শিশু শিল্পী দীপ্তি প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।