করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলে থাকা এই ক্রিকেটার এর আগেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, গত বছরের সেপ্টেম্বরে। আবারও করোনায় আক্রান্ত হওয়ায় হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজটি স্থগিত করা হয়েছে।
সাত সপ্তাহের ক্যাম্পে বর্তমানে চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের এইচপি ইউনিট। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং চার দিনের ম্যাচ খেলার কথা ছিল। ওয়ানডে সিরিজটি ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও ‘এ’ দলের ক্রিকেটার রাহী করোনা পজিটিভ হওয়ায় আপাতত সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিরিজের আগে সব ক্রিকেটারের দুই দফা করোনা পরীক্ষা করানো হয়েছে। দুই পরীক্ষাতেই পজিটিভ এসেছে রাহীর। এ ছাড়া ‘এ’ দলের নাঈম হাসান এবং নাজমুল হোসেনের প্রথম দফার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলেও দ্বিতীয় দফায় নেগেটিভ এসেছে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।