মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ-
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট বুধবার খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামকলা রামকৃষ্ণ সেবাশ্রম হলরুমে বিট পুলিশিং সভাটি অনুষ্ঠিত হয়।
ওসি শেখ কামাল হোসেনের সঞ্চালনায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য সচেতনতা মূলক রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান,ভেড়ভেড়ী ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই আবুল কালাম আজাদ,ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, থানা পুলিশ সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ ও যুবক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।