জিএম,ভালুকা প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারেক আজিজ,সহকারী মৎস কর্মকর্তা দেলোয়ার হোসেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ভালুকা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহজাহান সেলিম,সাধারণ সম্পাদক আক্কাস আলী,জয়বানীর সম্পাদক আখম রফিক, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদুল হাসান ফুরাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, উপজেলা প্রেস ক্লাব ভালুকার সভাপতি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক ফাহাদ মিয়া,ভালুকা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জুয়েল মিয়া,লায়ন এসএ পালোয়ান,ভালুকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য সারোয়ার হাসান। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা তারেক আজিজ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।