ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা আগের দিন থেকে কমলেও তা ৪৫ হাজারের গণ্ডি পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৫ হাজার ৮৩ জন আক্রান্ত হন। রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি। গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনের মৃত্যু হয়েছে। হিসেব অনুযায়ী, ভারতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লাখ ৯৫ হাজার ৩০ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৭ হাজার ৮৩০ জন। ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৩ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।

শনিবারের তুলনায় রোববার এই হার বেড়েছে। এদিকে রোববার ভারতে সুস্থতার হার আরও কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ২ দশমিক ৫৭ শতাংশ। টানা ৩৪ দিন ধরে দেশটিতে এই হার ৩ শতাংশের নিচেই রয়েছে। গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।