মোঃ আলমগীর হোসেন, মাটিরাঙ্গা প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসননের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য দপ্তর এ কর্মসুচীর আয়োজন করে। ‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ এ গনকে সামনে রেখে রোববার (২৯ আগষ্ট) বেলা ২টার দিকে মাটিরাঙ্গার বিনোমদন পার্ক জলপাহাড় লেকে পোনা মাছ অবমুক্ত করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্যাহ পোনা মাছ অবমুক্তকরণ শেষে মৎস্যখাতে ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, মাটিরাঙ্গায় অনেক পুকুর, লেক বা জলাশয় রয়েছে।

যেখানে যথাযথ নিয়ম মেনে মাছ চাষ করলে মাটিরাঙ্গায় মাছের চাহিদা পুরণসহ মৎস্য চাষীরা আর্থিক সচ্ছলতা অর্জন করবে। এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজ কুমার শীল, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম ছাড়াও প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের মৎস্য জীবিগণ উপস্থিত ছিলেন।