ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর) থেকেঃ যশোরের মনিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ আগস্ট (রবিবার) মনিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে বিকেল ৩ টায় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগের সম্মানিত সভাপতি মাষ্টার সুবোধ কুমার সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামীম আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভোজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুর রাজ্জাক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান বাবু উত্তম চক্রবর্তী বাচ্চু, ১৩ নং খাঁনপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা গাজী মোহাম্মদ আলী। মনিরামপুর উপজেলা আওয়ামীলীগ নেতা তরুণ আইনজীবি এডভোকেট বশীর আহম্মেদ খাঁন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা জলি আক্তার, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ছাত্রনেতা মুরাদুজ্জামান মুরাদ, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন আলম, ১২ নং শ্যামকুড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, ডাঃ আতিয়ার রহমান, গাজী আসাদ, পঙ্কজ রাহা মদন, সাগর, আবু সাঈদসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।