বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : সোমবার যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তারা আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে।
এদিন বিকেলে নারিকেলবাড়িয়া হাই স্কুলের অভ্যন্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান চিশতী।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আবু বক্কার শিকদার,নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক
মাস্টার এমদাদ হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শেখ ইউনুস আলী,আব্দুল হামিদ
ডাকু,রবিউল ইসলাম রবি,সাইফুজ্জামান চৌধুরী ভোলা,আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর সিদ্দিকী,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শওকত হোসেন,উপজেলা
ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন প্রমুখ ।
বাঘারপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে দু¯’দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় উদযাপন
হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী। এ
উপলক্ষে দোহাকুলা রাধাগোবিন্দ মন্দিরে আলোচনা ও ধর্মীয় সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে দু¯’দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে
তারা।
এদিন দুপুরে মন্দির অভ্যন্তর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা
পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র কামরুজ্জামান বা”চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল ও বরুন রায়,পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম,পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম উজ্জ্বল,মহিলা কাউন্সিলর নমিতা শর্মা। এ সময় উপ¯ি’ত ছিলেন মন্দির কমিটির শশাঙ্ক পাল,পরেশ চন্দ্র শর্মা,উত্তম কুন্ডু, প্রমুখ। আলোচনা শেষে দু¯’দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।